শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আর কখনই টুইটার ব্যবহারের সুযোগ পাবেন না ট্রাম্প

আর কখনই টুইটার ব্যবহারের সুযোগ পাবেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কখনই টুইটার ব্যবহারের সুযোগ পাবেন না। সংস্থাটির চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা নেড সেগাল গত পরশু এ কথা জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি মন্তব্যকারী, সিএফও বা বর্তমান বা সাবেক সরকারি কর্মকর্তা যাই হোন না কেন আমাদের প্ল্যাটফরম থেকে অপসারণ মানে অপসারণ।’ গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধিবেশনের মধ্যে ক্যাপিটল ভবনে হামলা চালানো রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইট করার পর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে টুইটার। এর ১২ ঘণ্টা পর চালু করলেও পরে স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, মানুষ যাতে সহিংসতায় প্ররোচিত না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

সর্বশেষ খবর