শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট

ঘুষের ভিডিও ফাঁস, বিপদে পাকিস্তানের স্পিকার ও প্রতিরক্ষামন্ত্রী

সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার এবং প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাককে ঘুষ আদান-প্রদান করতে দেখা গেছে। ২০১৮ সালের সিনেট নির্বাচনের আগে ওই ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়টি ঘটে। দেশটির বিশ্লেষকরা বলছেন সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে আইনি কার্যক্রম চালু হতে পারে। আপাতত সাজা হিসেবে তাদের দুজনকেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। তবে ঘুষ নেওয়া-দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কায়সার এবং খাত্তাক। দেশটির খ্যাতনামা আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি বলেন, অভিযোগ ভুল প্রমাণিত না হলে তাদের দুজনকেই পদত্যাগ করতে হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রী আসাদ উমর ও শিবলি ফারাজ এই ঘুষ আদান-প্রদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তাই তারা বিচারের মুখোমুখী হতে পারেন।

সর্বশেষ খবর