রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
লোকসভায় ঘোষণা

উচিত সময়ে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে

নয়াদিল্লি প্রতিনিধি

উচিত সময়ে কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে

উচিত সময়ে কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় এক বিতর্কে অংশ নিয়ে এ কথা বলেন। ২০১৯ সালের আগস্টে সংসদে আইন পাস করিয়ে কাশ্মীরকে দুই খন্ডে বিভক্ত করা হয়। জম্মু ও কাশ্মীরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। লাদাখকে স্বশাসিত অঞ্চল করা হয়। গতকাল কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোথায় বলেছি কাশ্মীরকে ভারতের অন্য প্রদেশের মতো পূর্ণ রাজ্যের মর্যাদা দেব না? উচিত সময়ে এটা দেওয়া হবে।’ সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী কাশ্মীর আগে ছিল বিশেষ মর্যাদাপ্রাপ্ত। ভারত সরকার সে ধারা বিলোপ করে। এ বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেসসহ বিরোধী দলের সদস্যরা প্রশ্ন তোলেন কেন্দ্রীয় সরকার স্থায়ীভাবে কাশ্মীর রাজ্যের মর্যাদা বিলোপ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাব দিয়ে বলেন, বর্তমান বিলে সে ধরনের কোনো প্রস্তাব নেই। এমন ধারণা হলো কী করে? তিনি বলেন, কাশ্মীরে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর মাত্র ১৭ মাস অতিবাহিত হয়েছে। তার মধ্যে আমাদের হিসাব চাওয়া হচ্ছে? আমরা কী করেছি? কিন্তু কংগ্রেস দল কি জবাব দেবে বিগত ৭০ বছরে তারা কী করেছে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত নভেম্বরে কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচনে ৫১ শতাংশ মানুষ ভোটে অংশগ্রহণ করেছে। লোকসভায় কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী বলেন, ‘কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করার পর ভারতের সংসদীয় দল সফর করতে চায়। ভারত সরকার তাতে অনুমতি দেয়নি। অথচ ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় দল এবং দিল্লিতে অবস্থিত দূতাবাসের প্রতিনিধিদের যেতে দেওয়া হয়।’

সর্বশেষ খবর