রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন অপেক্ষমাণ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন অপেক্ষমাণ অভিবাসীরা

অবশেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোতে অপেক্ষমাণ কয়েক হাজার অভিবাসীকে কয়েক ধাপে গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। আগামী সপ্তাহ থেকে অপেক্ষমাণ প্রায় ২৫ হাজার অভিবাসীকে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। খবরে বলা হয়েছে, এসব অভিবাসীদের নিবন্ধন ও করোনায় পরীক্ষায় পাস করতে হবে। এরপর তাদের তিনটি বর্ডার ক্রসিংয়ের একটি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে সমালোচিত নীতিগুলোর একটি ছিল অভিবাসীদের মেক্সিকোতে আটকানো। জো বাইডেন এই নীতি বাতিল করে উল্টো পথে হাঁটলেন। ২০১৯ সালে দ্য মাইগ্রেন্ট প্রটেকশন প্রটোকল কর্মসূচি চালু করা হয়। বিবিসি।

সর্বশেষ খবর