সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে আইন তৈরি করে ধরপাকড়

লাগাতার কর্মসূচিতে জনতা

মিয়ানমারে সামরিক শাসনবিরোধী গণবিক্ষোভ দমনে নতুন এক আইন তৈরি করেছে জান্তা বাহিনী। এরপর এই আইনে ধরপাকড় শুরু হয়েছে। গত শনিবার রাত থেকে সেনারা গতকাল ভোর পর্যন্ত গুরুত্বপূর্ণ সব এলাকায় কম্বিং অপারেশন চালিয়েছে। এতে ভীতিকর পরিবেশ তৈরি হলেও সকাল থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছে। তারা এখন থেকে দিন-রাত লাগাতার বিক্ষোভ চালানোর কর্মসূচি দিয়েছে। রয়টার্স, বিবিসি। প্রাপ্ত খবর অনুযায়ী, মিয়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযান আরও জোরালো করেছে দেশটির সেনাবাহিনী। এর অংশ হিসেবে ওয়ার্ড অর ভিলেজ ট্র্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন নামে নতুন একটি আইন প্রণয়ন করেছে তারা। আইনটির আওতায় এখন থেকে মিয়ানমারের অধিবাসীদের বাড়িতে রাতে কোনো অতিথি অবস্থান করলে তা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। শনিবার সেনাবাহিনী পরিচালিত ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, সন্দেহভাজনদের আটক ও ব্যক্তিগত সম্পত্তিতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চালানোর আগে আদালতের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রেখে যেসব আইন চালু ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের শক্ত সমর্থক হিসেবে পরিচিত মানুষকে গ্রেফতার করারও আদেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর