সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তদন্তকারী দলকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি চীন

করোনাভাইরাসের উৎস খুঁজতে উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দলকে চীনা কর্তৃপক্ষ ‘গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি’ বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞ দলের একজন সদস্য। তদন্তকারী দলের সদস্য অস্ট্রেলিয়ান অণুজীব বিজ্ঞানী ডোমিনিক ডুয়ের আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, প্রথমদিকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়া রোগীদের প্রাথমিক তথ্য জানতে চেয়েছিল তদন্তকারী দল। কিন্তু তাদের শুধু সারসংক্ষেপ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি চীনা কর্তৃপক্ষ। অধ্যাপক ডোমিনিক আরও বলেছেন, যেহেতু নতুন ভাইরাস শনাক্তের অর্ধেকের উহানের সেই সামুদ্রিক মাছের বাজারের সঙ্গে সম্পৃক্ততা ছিল। সে কারণেই আমরা সেসব তথ্য চেয়েছিলাম। তিনি বলেন, রাজনৈতিক কারণ নাকি সময় ছিল না অথবা এটা কঠিন ছিল- নাকি অন্য কোনো কারণ ছিল তথ্যগুলো না পাওয়ার পেছনে- তা আমি জানি না।

সর্বশেষ খবর