সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাতিসংঘ মহাসচিব হতে চান অরোরা

জাতিসংঘ মহাসচিব হতে চান অরোরা

জাতিসংঘের আগামী মহাসচিব হতে চান সংস্থাটির একজন নারী কর্মী। তার নাম অরোরা আকাক্সক্ষা। ৩৪ বছর বয়সী এই নারী ভারতীয় বংশোদ্ভূত। তিনি বর্তমানে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) অডিট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। অরোরা ইতিমধ্যেই তাঁর প্রার্থিতার পক্ষে প্রচার কার্যক্রম শুরু করেছেন। নিজের প্রার্থিতার পক্ষে অনলাইনে আড়াই মিনিটের একটি প্রচারমূলক ভিডিও পোস্ট দিয়েছেন তিনি। অ্যান্তোনিও গুতেরেসের চেয়ারের জন্য লড়তে চলেছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের সমর্থনে প্রচার শুরু করে দিয়েছেন অরোরা। ২০২২ জানুয়ারি থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু করার পরিকল্পনা রয়েছে বর্তমান অ্যান্তোনিওর। এর মধ্যেই অরোরা নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। অনলাইনে পোস্ট করা ভিডিওতে অরোরা বলেন, ‘আমার মতো অধস্তন কর্মচারী কর্তাদের বিরুদ্ধে লড়বে, এটা ব্যতিক্রমী ঘটনা। সবাই আশা করে আমরা চুপচাপ ইঁদুরদৌড়ে শামিল হব, সুযোগের অপেক্ষায় বসে থাকব, বিনা প্রশ্নে সবকিছু মেনে নেব।’ সঙ্গে যোগ করেছেন, ‘কিন্তু আমার পূর্বসূরিরা জাতিসংঘের যোগ্য মর্যাদা দিতে পারেননি। ৭৫ বছর ধরে বিশ্বের কাছে তার শপথ রক্ষা করতে পারেনি জাতিসংঘ।

সর্বশেষ খবর