সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জাপানে শক্তিশালী ভূমিকম্প আহত শতাধিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে শতাধিক লোক আহত হওয়ার কথা জানা গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের আঘাতে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ছিল জাপানের মিয়াগি প্রিফেকচারের মিয়াগি শহর। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলে ভূত্বকের ৬০ কিলোমিটার গভীরেও একই মাত্রার কম্পন অনুভূত হয়। কম্পনটি প্রায় ১ মিনিট স্থায়ী হয়। জাপানের আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, এর প্রভাবে আগামী ১১ মার্চ আরও শক্তিশালী ভূমিকম্পের পরাঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর