মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
তাইওয়ান-চীন উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে বিমানবাহী মার্কিন রণতরীর বহর

প্রতিদিন ডেস্ক

তাইওয়ানের সঙ্গে চীনের বর্ধমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে বোমারু বিমানবাহী মার্কিন রণতরীর একটি বহর। বহরটির নেতৃত্ব দিচ্ছে ‘ইউএসএস থিয়োডোর রুজভেল্ট’ নামের রণতরী। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে ‘সাগরের স্বাধীনতা বিকাশে’ নৌবহরটি জানুয়ারির শেষভাগে ওখানে গেছে। ওখানে তারা মহড়া দেবে। পারাসেল দ্বীপের মালিকানা প্রশ্নে চীনের সঙ্গে তার পড়শি দেশগুলোর বিরোধ চলমান। নৌবহরটি ওই কাছাকাছি জায়গা চক্কর দিচ্ছে। কিছু দিন আগে ওই এলাকাতেই সামরিক মহড়া দিয়েছিল চীন। বার্তা সংস্থার খবরে বলা হয়, মহড়া যে হবে তা অনেক আগেই নির্ধারিত ছিল। কিন্তু চীন নৌমহড়া দেওয়ায় বহরটিকে ওখানে পাঠাতে হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, চীনের সর্বোচ্চ আইন প্রণয়ন সংস্থা ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি ‘নতুন আইন’ অনুমোদন করায় যুক্তরাষ্ট্র সাগরের নিরাপত্তা বিধানকল্পে সপ্তম নৌবহরকে দক্ষিণ চীন সাগরে যাওয়ার নির্দেশ দেয়। নতুন চীনা আইনে বলা হয় : চীনের আওতাধীন সাগর এলাকায় বিদেশি জাহাজ হুমকি হয়ে দেখা দিলে তা প্রতিরোধে কোস্টগার্ড ‘প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ’ নিতে পারবে। আইনে প্রয়োজনবোধে পূর্বসতর্কতা ছাড়াই নিবৃত্তিমূলক আঘাত হানার ক্ষমতাও কমান্ডারকে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর