বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
স্পিকার পেলোসির ঘোষণা

ক্যাপিটল ভবন হামলায় স্বতন্ত্র তদন্ত কমিশন হবে

ক্যাপিটল ভবন হামলায় স্বতন্ত্র তদন্ত কমিশন হবে

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ঘোষণা করেছেন, ক্যাপিটল ভবনে মারাত্মক হামলার তদন্তে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করা হবে। এই কমিশন ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার কারণ ও তথ্যাবলি তদন্ত করে দেখবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন বিচার থেকে মুক্তি দেওয়া হলেও কার ইন্দনে এই হামলা হয়েছে তা জানা জরুরি। আইন প্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে ন্যান্সি পেলোসি বলেন, ২০০১ সালে নিউইয়র্কে ও পেন্টাগনে হামলার তদন্ত যেভাবে হয়েছিল, ৬ জানুয়ারির ঘটনার তদন্তও সেভাবে করা হবে। কীভাবে ওই হামলার ঘটনা ঘটল, তার পেছনের সত্যোদঘাটন অবশ্যই করা হবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন। ওই সহিংসতার পেছনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্ধন ছিল এমন দাবি করা হলেও সিনেটে তাকে সে ব্যাপারে দায়মুক্ত ঘোষণা করা হয়। তবে ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান সদস্য ওই ঘটনার তদন্ত করার ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে সমর্থন জোগান। স্পিকার বলেন, ক্যাপিটল হিলে হামলা ও এর পেছনের কারণগুলো খুঁজে বের করে তদন্ত কমিশন তাদের রিপোর্ট দেবে।

সর্বশেষ খবর