বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইরাকে মার্কিন ঘাঁটিতে লাগাতার রকেট হামলা

ইরাকের কুর্দিস্তান এলাকায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে লাগাতার রকেট হামলা চালানো হয়েছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিদেশি ঠিকাদার। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে। মার্কিন জোট বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, যিনি রকেট হানায় মারা গেছেন, তিনি একজন কন্ট্রাক্টর। তিনি ইরাকি নন। মার্কিনও নন। তবে তিনি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। যে পাঁচজন আহত হয়েছেন, তারা সবাই মার্কিন নাগরিক। চারজন কন্ট্রাক্টর ও একজন সেনা। এছাড়া অন্তত তিনটি রকেট ইরবিলের অসামরিক বিমানবন্দরের কাছে আছড়ে পড়েছে। এখানেই জোট বাহিনীর ঘাঁটি। আইএসের সঙ্গে লড়াই করার জন্য তারা এখানে আছে। এরপরই নিরাপত্তার জন্য ইরবিল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো বিমান ওঠানামা করছে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টা নাগাদ রকেট হামলা শুরু হয়। এই রকেট ছোড়া হয় দক্ষিণের কিরকুক এলাকা থেকে। কয়েকটি রকেট শহরতলির বসতি এলাকায় পড়ে। কয়েকটি গাড়ি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে।

সর্বশেষ খবর