শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
পাকিস্তানে তথ্য প্রকাশ

চীনের সিনোফার্ম টিকা ষাটোর্ধ্ব ব্যক্তিদের কোনো উপকারে লাগছে না

প্রতিদিন ডেস্ক

চীনে উৎপাদিত করোনার টিকা সিনোফার্ম ষাটোর্ধ্ব ব্যক্তিদের কোনো উপকারে লাগছে না। চীনা টিকা দিয়ে করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি শুরুর এক দিন পরই পাকিস্তান এ তথ্য প্রকাশ করে। পাকিস্তানকে ৫ লাখ ডোজ সিনোফার্ম উপহার দিয়েছে চীন। এসব ভ্যাকসিন বিমানযোগে গত সোমবার পৌঁছে দেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামাবাদে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. ফয়সল সুলতান সাংবাদিকদের বলেন, যে টিকা এখন দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ কমিটির মতে এটা শুধু ১৮ থেকে ৬০ বছর বয়সীদের জন্য উপকারদায়ক। কমিটি ৬০-ঊর্ধ্বদের জন্য এ টিকা অনুমোদন করে না।’ এদিকে চীন জানায়, তারা বর্তমানে ১৬ ধরনের ভ্যাকসিনের সরেজমিন পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সিনোফার্মকে শর্ত সাপেক্ষে ব্যবহার করার অনুমতি দিয়েছে।

সর্বশেষ খবর