রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জেলেই থাকতে হচ্ছে নাভালনিকে

রাশিয়ার বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সবচেয়ে বড় সমালোচক আলেক্সেই নাভালনির আপিল খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। ফলে তাঁকে জেলেই থাকতে হচ্ছে। গতকাল তিন বছরের কারাদন্ডের রায়ের বিরুদ্ধে তার আপিলের শুনানি হয়। তবে আদালত কারাদন্ডের মেয়াদ কিছু কমিয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে প্যারোল বিধি ভঙ্গের জন্য নাভালনিকে কারাদন্ড দেওয়া হয়। তার দাবি, এই সাজা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পশ্চিমা বিশ্বও এই মামলার নিন্দা এবং রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনা করেছে। মস্কোর একটি আদালতে নাভালনির আপিলের শুনানি হয়। শুনানির পর আদালত সাড়ে তিন বছরের কারাদন্ডের মেয়াদ থেকে ছয় সপ্তাহ কমিয়েছে। তবে গৃহবন্দী অবস্থায় থাকা সময়ও আদালত আমলে নিয়েছে।

সর্বশেষ খবর