রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভ্যাকসিন কেলেঙ্কারিতে পদত্যাগ আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রীর

ভ্যাকসিন কেলেঙ্কারিতে পদত্যাগ আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রীর

করোনাভাইরাসের ভ্যাকসিন ঠিকমতো বণ্টন করতে না পারার অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেজ। শুক্রবার দেশটির প্রেসিডেন্টের নির্দেশের পর পদত্যাগ করেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, দেশটিতে ঝুঁকিপূর্ণ গ্রুপ ও সম্মুখসারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও নীতিমালার বাইরে গিয়ে অনেকেই সেখানে ভ্যাকসিন নিয়েছেন। দেশটির এক সাংবাদিক নীতিমালা ভঙ্গ করে মন্ত্রীর মাধ্যমে নিজের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেন। এরপরই শুরু হয় সমালোচনা। হোরাসিও ভার্বিটস্কি নামে ওই সাংবাদিক জানান, সঠিক প্রক্রিয়ার ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তা না থাকায় তিনি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

সর্বশেষ খবর