সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
কভিড-১৯ ভ্যাকসিন

ভারত ৫ লাখ ডোজ উপহার দিয়েছে তাই কাবুলের কৃতজ্ঞতা

প্রতিদিন ডেস্ক

ভারত উপহার হিসেবে আফগানিস্তানকে ৫ লাখ ডোজ কভিড-১৯ ভ্যাকসিন দিয়েছে। তাই নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাবুল।

করোনাভাইরাস প্রতিরোধের জন্য দেওয়া এসব ভ্যাকসিন আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছে দেয় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। এ ধরনের সহায়তা ভারতই প্রথম আফগানিস্তানকে দিয়েছে।

কাবুলে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্স এস রঘুরাম ভ্যাকসিনগুলো আফগানিস্তানের অস্থায়ী জনস্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহর হাতে তুলে দেন।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার এক টুইট বার্তায় বলেন, ভারতের এ উপহার নিঃসন্দেহে ঔদার্যের মহান নিদর্শন। এ জন্য তিনি ভারতীয় জনগণ ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ভারত করোনার প্রতিষেধক হিসেবে ব্যবহার্য ২০ মেট্রিক টন ওষুধ আফগানিস্তানকে দিয়েছিল।

বার্তা সংস্থা পিটিআই জানায়, ভারত জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিল অনুদান হিসেবে বিভিন্ন দেশকে কভিড-১৯ ভ্যাকসিন দেবে।

বিশ্বে বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক দেশগুলোর অন্যতম ভারত। তাই করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইরত দেশগুলোর ভ্যাকসিনের জন্য ভারতের কাছে ধরনা দেওয়া বেড়েই চলেছে।

সর্বশেষ খবর