মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা প্রদেশ’ রাখতে মমতা ব্যানার্জির প্রস্তাব

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর রাজ্যের নাম পাল্টিয়ে ‘বাংলা প্রদেশ’ রাখার প্রস্তাব দিয়েছেন। গত রবিবার কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই প্রস্তাব দিয়ে বলেন, ‘আজ যদি উড়িয়া নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওড়িষা হতে পারে, মারাঠীদের সঙ্গে সামঞ্জস্য রেখে মহারাষ্ট্র হতে পারে, তবে কেন বাংলার নামে ‘বাংলা’ হবে না? কেউ যদি বলে যে ‘বাংলাদেশ’ আছে বলেই ‘বাংলা’ নাম দেওয়া যাবে না, কারণ এতে বাংলাদেশের মতো শোনাবে। তবে আমি বলব সেটা তো একটা দেশ। আমাদেরটা তো রাজ্য। তবে তো পাকিস্তানেও পাঞ্জাব নামে একটা প্রদেশ আছে। সেক্ষেত্রে ভারতে পাঞ্জাব থাকল কি করে! আমরা তো ‘বাংলাদেশ’ বলছি না, বলছি ‘বাংলা’ রাজ্য। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ বা হিমাচল প্রদেশ যেভাবে আছে, সেভাবে ‘বাংলা প্রদেশ’ও হতে পারে। মমতার অভিযোগ, ‘বাংলা রাজ্যের প্রতি বঞ্চনা হচ্ছে, একটা বিমাতৃসুলভ আচরণ দেখানো হচ্ছে। ওদের (বিজেপি) লক্ষ্য হলো যদি বাংলার কেউ বড় হয়ে যায়, তাকে নিচে টেনে নামানো। এমনকি এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংসকেও রেয়াত করা হয়নি। এই জিনিস কেন হবে?’

মমতার হুঁশিয়ারি ‘আমি তো এমনও শুনেছি যে, দিল্লির কোনো কোনো নেতা বলছেন বাঙালির মেরুদন্ড কীভাবে ভেঙে দিতে হয়, আমরা জানি। আমি বলব একটু চেষ্টা করে দেখুন! আপনাদের ধমকানি-চমকানি বা জেল দেখিয়ে আমাদের আর ভয় দেখাবেন না।’

তিনি আরও বলেন, ‘আজকে ভাষা দিবসের দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটা কথা বলছি, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমি কোনো ধমকানি-চমকানিকে ভয় পাইনি, পাব না। আমাদের মেরুদন্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। বাংলা আমার মাতৃভাষা। এই ভাষা আমার অলংকার। এই ভাষা আমাকে শিখিয়েছে যে, বীরের মতো, বাঘের বাচ্চার মতো লড়বি। বাঘের বাচ্চা যেন বিড়াল-ইঁদুর দেখে ভয় না পায়।’

সর্বশেষ খবর