বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ধনী দেশগুলোর সমালোচনায় হু

ধনী দেশগুলোর সমালোচনায় হু

জাতিসংঘের পর বিশ্বের শক্তিশালী দেশগুলোকে একহাত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার টিকা নিয়ে স্বার্থপরের মতো আচরণ করছে। তারা শুধু নিজেদের দেশকেই প্রাধান্য দিচ্ছে। অপেক্ষাকৃত গরিব দেশগুলোতেও যে করোনার টিকা পাঠাতে হবে সেদিকে তাদের বিন্দুমাত্র হুঁশ নেই। হু-এর প্রধান তেদরোস গেব্রিয়াসিস এ বিষয়ে বিশ্বের প্রতিটি প্রভাবশালী দেশকেই সতর্ক করেছেন। বিশ্বের বেশ কয়েকটি দেশ নিজেরাই করোনার ভ্যাকসিন তৈরি করেছে। তবে তা তাদের নিজেদের দেশের পাশাপাশি গরিব দেশগুলোতেও যে দিতে হবে সে বিষয়ে তারা উদাসীন। বিশ্বের এমন কয়েকটি দেশ রয়েছে যাদের কভিডের টিকা কেনার সামর্থ্য নেই। একটি ভার্চুয়াল বক্তব্যে তিনি জানিয়েছেন, যদি আপনার কাছে টাকা থাকে, আর সেই টাকা যদি আপনি টিকা কেনার কাজে না লাগান তাহলে তার থেকে খারাপ আর কিছু হতে পারে না।

এক্ষেত্রে বিশ্বের বেশ কয়েকটি দেশের তুলনা টেনে এনেছেন হুয়ের কর্তা। তারা নিজেদের দেশে করোনার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি অন্য দেশেও টিকা পাঠানোর কাজ করছে। তবে তারা যদি নিজেদের দেশে টিকা সংরক্ষণ করে রেখে দেন তাহলে তা সঠিক নয়। টিকার দামও এমন হওয়া উচিত যেখানে সবাই সহজে টিকা নিতে পারে। বিশ্বের শক্তিশালী দেশগুলোর এখন উচিত অবিলম্বে টিকা নিয়ে ব্যবসা বন্ধ করা। বিশ্বের বৃহত্তর টিকা প্রস্তুতকারী সংস্থা সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দেশ এখনো টিকা পায়নি তারা যেন একটু অপেক্ষা করে। খুব শিগগিরই তাদের হাতে টিকা চলে আসবে।

সর্বশেষ খবর