শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তৈরি হচ্ছে মহাকাশ সেনা

ফাইটার পাইলটরা আঘাত হানতে পারবেন স্যাটেলাইটে

মহাকাশের সুরক্ষার জন্য নিজদের টিম তৈরি করতে শুরু করে দিয়েছে ব্রিটেন। এ নিয়ে লন্ডনের ‘দ্য সান’-এ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ফাইটার জেটকে মহাকাশ সেনার কাজে লাগানো হতে পারে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাইফুন ফাইটার জেটগুলো শত্রু স্যাটেলাইটে হামলা চালাতে পারে। এর জন্য নাকি স্পেস কমান্ডের তরফে ফাইটার পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ওই সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এই মহাকাশ সেনাদের অর্থাৎ ফাইটার পাইলটদের চীন ও রাশিয়ার সামরিক তথ্য, গোয়েন্দা তথ্য ও কমিউনিকেশন স্যাটেলাইটগুলোকে টার্গেট করার প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছিলেন, ব্রিটেন যদি মহাকাশ সুরক্ষার ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তা চূড়ান্ত অবহেলার শামিল হবে। উল্লেখ্য, টাইফুন ফাইটার জেটের মাধ্যমে পাইলটরা ৬০ হাজার ফুট উচ্চতায় অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ফায়ার করতে পারে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মহাকাশ কমান্ডের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন পল গডফ্রে। জানানো হয়েছে, আপাতত এই স্পেস কমান্ড নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত থাকছে। সমমনোভাবাপন্ন দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করা ও মহাকাশে ব্রিটেনের স্বার্থ রক্ষা ইত্যাদি কাজ করা হবে। উল্লেখ্য, রাশিয়া ও চীন ইতিমধ্যে জিএসপি এবং টেলিযোগাযোগ স্যাটেলাইটে হামলা করতে পারে এমন অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে। এবার সেই দিকে এগোল ব্রিটেনও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর