শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উ. কোরিয়াকে ২.৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে

১৯৬৮ সালে মার্কিন গোয়েন্দা জাহাজ উএসএস পাবলোকে আটক করেছিল উত্তর কোরিয়া। জাহাজটির নাবিকদের ব্যাপক নির্যাতন ও লাঞ্ছনা করার অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

আর ওই নির্যাতন ও লাঞ্ছনার জন্য উত্তর কোরিয়াকে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে মার্কিন একটি আদালত।

২০১৮ সালে উএসএস পাবলোর ১০০ জন নাবিক ও তাদের আত্মীয়স্বজন উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। সাধারণত বিদেশি সরকারসহ এ ধরনের মামলা থেকে অব্যাহতি পেয়ে থাকেন।

তবে মার্কিন  কংগ্রেস ২০১৬ সালে তাতে পরিবর্তন আনে। জানা গেছে, ১৯৬৮ সালে কোরীয় উপদ্বীপের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় উত্তর কোরিয়া ৮৩ জন নাবিকসহ উএসএস পাবলোকে আটক করে। পরে নাবিকদের মুক্তি দিলেও তারা জাহাজটিকে রেখে দেয়।

 

সর্বশেষ খবর