শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অ ন্য খ ব র

গরুর পেটে ৭১ কেজি প্লাস্টিক সুই কয়েন

অস্ত্রোপচারের পর গরুর পেট থেকে ৭১ কেজি প্লাস্টিক ও বিভিন্ন ধরনের বর্জ্য পাওয়া গেছে। ভারতের ফরিদাবাদে দুর্ঘটনায় আহত একটি গরুর অস্ত্রোপচারের পর এসব পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, পশু চিকিৎসকরা চার ঘণ্টা ধরে এ অস্ত্রোপচার করেন। গরুটির পেটে পাওয়া বর্জ্যরে মধ্যে আছে প্লাস্টিক, সুই, কয়েন, গ্লাসের টুকরো, স্ক্রু ও বিভিন্ন ধরনের পিন। ঘাস খাওয়ার সময় এগুলো তার পেটে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। ডা. আতুল মাওরিয়া বলেন, পশুটির অস্ত্রোপচার সফল হলেও এখনো আশঙ্কামুক্ত নয়। আগামী ১০ দিন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনায় আহত ওই গরু ফরিদাবাদের এনআইপি-৫ থেকে উদ্ধার করা হয়। পরে দেবাশ্রী প্রাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেখতে পান গরুটি নিজেই নিজের পেটে  ক্রমাগত লাথি মারছে। এতে তাদের মনে হয় আহত হওয়া ছাড়াও গরুর শরীরে আলাদা কোনো যন্ত্রণা আছে।

সর্বশেষ খবর