রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাইডেনের ‘আমেরিকা উদ্ধার’ বিল পাস

মাথাপিছু মিলবে ১ হাজার ৪০০ ডলার, বেকার ভাতা সপ্তাহে ৪০০ ডলার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাইডেনের ‘আমেরিকা উদ্ধার’ বিল পাস

অবশেষে পাস হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘আমেরিকা উদ্ধার’ বিল। ডেমোক্র্যাট-শাসিত হাউসে গতকাল বরাদ্দসহ মোট ১.৯ ট্রিলিয়ন ডলারের এ করোনা রিলিফ বিলটি পাস করা হয়। এতে বার্ষিক ৭৫ হাজার ডলারের কম (স্বামী-স্ত্রীর দেড় লাখ ডলার) আয়ের আমেরিকানরা মাথাপিছু ১ হাজার ৪০০ ডলারের চেক ও বেকাররা সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা (এর সঙ্গে থাকবে স্টেটের ভাতা) পাবেন আগস্ট পর্যন্ত। এই সঙ্গে করোনার ক্ষতি পুষিয়ে নিতে স্টেটসমূহকে ৩৫০ বিলিয়ন ডলারের অনুদানসহ হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানসহ গরিবের চেয়েও গরিবদের ফুডস্ট্যাম্পের বরাদ্দ বৃদ্ধি, করোনার টিকা দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে ৫০ বিলিয়ন, বাসা ভাড়ায় প্রণোদনা, মর্টগেজ নিয়ে সমস্যায় পড়াদের উদ্ধারকল্পে বরাদ্দসহ মোট ১.৯ ট্রিলিয়ন ডলার। এর ফলে ‘চাইল্ড ট্যাক্স ক্রেডিট’-এ ভিন্ন মাত্রা আসবে। অর্থাৎ ছয় বছরের কম বয়সীরা মাসিক ৩০০ এবং অনূর্ধ্ব ১৭ বছরের শিশু-কিশোররা মাসিক ২৫০ ডলার করে পাবে। এ বিলে ন্যূনতম মজুরি ঘণ্টা (ফেডারেল কর্মচারীর জন্য) ১৫ ডলার করা হলেও ইউএস সিনেট তা দিতে নারাজ। অর্থাৎ শেষ পর্যন্ত হয়তো ন্যূনতম মজুরি ঘণ্টা বিধিটি বাদ যাবে। উল্লেখ্য, ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টা ৭.২৫ ডলার নির্ধারণ করা হয়েছে ২০০৭ সালে। এরপর বাড়ানো হয়নি। এ অবস্থায় নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন স্টেটের ২৫টির অধিক সিটি ও স্টেট তার ন্যূনতম মজুরি ঘণ্টা বাড়িয়েছে। সর্বশেষ করোনা স্টিমুলাস বিল অনুযায়ী ৩০০ ডলারের সাপ্তাহিক বেকার ভাতার (ফেডারেল) মেয়াদ শেষ হবে ১৪ মার্চ। এরই মধ্যে জো বাইডেনের আগ্রহে ১.৯ ট্রিলিয়ন ডলারের এ করোনা রিলিফ তথা ‘আমেরিকা উদ্ধার’ বিল পাস হওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আশা করছেন সময়ের দাবি অনুযায়ী সিনেটও বিলটি পাস করবে। সারা আমেরিকায় ভয়ংকর একটি পরিস্থিতি বিরাজ করছে। অনেক মানুষ দুই বেলা খাবার পাচ্ছে না। শিশুর অধিকাংশই পুষ্টিকর খাদ্যের অভাবে দিনাতিপাত করছে। এটা আমেরিকার দৃশ্য হতে পারে না। উল্লেখ্য, গত বছর মার্চে করোনায় সারা আমেরিকা লকডাউনে যাওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের আমলে পাস হওয়া ৪ ট্রিলিয়ন ডলারের করোনা স্টিমুলাস বিধি অনুয়ায়ী প্রাপ্তবয়স্ক প্রত্যেক আমেরিকান পেয়েছেন ১ হাজার ২০০ ডলারের চেক, শিশু-কিশোর ৫০০ ডলারের চেক। মার্চ থেকে জুলাই পর্যন্ত বেকার ভাতায় ফেডারেলের বরাদ্দ ছিল সপ্তাহে ৬০০ ডলার করে।

সর্বশেষ খবর