রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিয়ানমারে পুলিশের ব্যাপক দমন অভিযান

মিয়ানমারে পুলিশের ব্যাপক দমন অভিযান

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির ইয়াঙ্গুনে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ

মিয়ানমারের সামরিক শাসন বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে ব্যাপক দমনাভিযান চালিয়েছে পুলিশ। গতকাল এ দমন অভিযানে এক নারী নিহত ও বহু লোক আহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর থেকে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালও সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। এদিকে বিক্ষোভ প্রতিহত করতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে মিয়ানমারের পুলিশ। গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবার পুলিশ সবচেয়ে বেশি সহিংস হয়ে উঠেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডজনখানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। চলতি মাসের ১ তারিখে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকেই চাপের মুখে রয়েছে সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনেই মূলত বেসামরিক সরকারকে উৎখাত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, নির্বাচন সুষ্ঠু ছিল। গত নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) জয়লাভ করায় নতুন সরকার গঠনের কথা ছিল। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বাতিল হয়ে যায়। সামরিক বাহিনীর এভাবে আকস্মিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। অনেক দেশই সীমিত আকারে দেশটির সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল সকাল থেকেই বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের প্রতিহত করতে অবস্থান গ্রহণ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়াঙ্গুনে বিক্ষোভে জড়ো হওয়া লোকজনকে আটক করেছে পুলিশ। বেশ কয়েকজন সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর