মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

আমেরিকার সঙ্গে কঠোর অবস্থানে ইরান

বৈঠকের প্রস্তাব ফেরাল তেহরান

আমেরিকার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) সঙ্গে নিয়ে ইরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছিল আমেরিকা। পরমাণু চুক্তি নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ছিল। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে কোনোরকম আলোচনায় বসা সম্ভব নয়। পরমাণু চুক্তি এবং তা ঘিরে আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে কড়া অবস্থান নিয়েছে ইরান। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরান একের পর এক চরম সিদ্ধান্ত নিচ্ছে। একদিকে যেমন দেশে ইউরেনিয়ামের মজুত বাড়ানো হয়েছে, তেমনই পরমাণু কেন্দ্রগুলোর ছবি জাতিসংঘকে দেওয়া বন্ধ করেছে। তাদের বক্তব্য, ২০১৮ সাল থেকে আমেরিকা তাদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে। পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় রাজি বাইডেনের প্রশাসন। কিন্তু ইরানের ওপর থেকে এখনই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে প্রস্তুত নয় বাইডেন সরকার। তারা আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্রে পৌঁছাতে চায়। কিন্তু ইরান কোনোরকম আলোচনায় যেতে রাজি নয়। তাদের স্পষ্ট বক্তব্য, আমেরিকা নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত তারা কোনোরকম আলোচনায় যাবে না। এদিকে ইরান পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে আমেরিকা।

সর্বশেষ খবর