মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ ০০:০০ টা

আম্বানির বাড়ির বাইরে বিস্ফোরক নিয়ে ধোঁয়াশা

আম্বানির বাড়ির বাইরে বিস্ফোরক নিয়ে ধোঁয়াশা

বিশ্বের সব চেয়ে ধনীদের তালিকায় তিনি অন্যতম। ভারতের বাণিজ্যক্ষেত্রে রিলায়েন্স একটি বড় নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুকেশ আম্বানির ‘বন্ধুত্ব’ সুবিদিত। সেই আম্বানির বাড়ির সামনে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ব্যবহারকারী জিলেটিন স্টিক। সঙ্গে একটি চিঠিও মিলেছে। যাতে বলা হয়েছে, এটি কেবলই ট্রেলার। এরপর বিস্ফোরণ ঘটিয়ে আম্বানির গোটা পরিবারকে হত্যা করা হবে। গত সপ্তাহের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী দল বা এনআইএ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আর তারপরেই দুইটি বিবৃতি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ওই জিলেটিন স্টিক রাখার বিষয়টি স্বীকার করে জৈশ-উল-হিন্দ নামে একটি জঙ্গি সংগঠন। কিন্তু গতকাল ফের একটি বিবৃতি দিয়ে তারা সেই বক্তব্যের বিরোধিতা করেছে। গতকাল জৈশের তরফে নতুন একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, তারা ওই বিবৃতি প্রচার করেনি। আম্বানিকে বা তার পরিবারকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে তারা প্রধানমন্ত্রী এবং শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবে।

সর্বশেষ খবর