শিরোনাম
বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

বাইডেনের কাছেও রক্ষাকবচ পাচ্ছেন সৌদি যুবরাজ

সাংবাদিক খাসোগি হত্যা

বাইডেনের কাছেও রক্ষাকবচ পাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া সৌদি সংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে জড়িত তা অনেক আগেই জানিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা ও সরকার। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও তাই প্রকাশ পেয়েছে। কিন্তু তার পরও রক্ষা পেয়ে যাচ্ছেন যুবরাজ বিন সালমান। যিনি এমবিএস নামে পরিচিত। তবে খাসোগি হত্যার ঘটনায় গত শুক্রবার  সৌদি আরবের ৭৬ জন নাগরিকের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ ভিসা নিষেধাজ্ঞাকে ‘খাসোগি নিষেধাজ্ঞা’ বলে অভিহিত করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞার তালিকায় এমবিএস আছেন কি না, তা বলতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সোমবার ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওই দিন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, নিষেধাজ্ঞার এ তালিকায় সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আছেন কি না, তা বলবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই হত্যাকান্ডের জন্য এমবিএসকে রক্ষাকবচ দিয়েছিলেন।

নেড প্রাইস বলেন, আমরা যুক্তরাষ্ট্র-সৌদি স¤পর্ককে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছি। আমরা সৌদি আরবের সঙ্গে স¤পর্ক পুনরুদ্ধার করতে চাই, ধ্বংস করতে চাই না। যদি এমবিএসকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয় তাহলে রিয়াদের ওপর মার্কিন প্রভাবকে ক্ষতিগ্রস্ত করবে বলেও জানান তিনি। আলজাজিরার খবরে বলা হয়েছে, খাসোগি হত্যায় জড়িত থাকার পরও এমবিএসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে মার্কিন প্রশাসন। খাসোগি যেখানে কাজ করতেন, সেই ওয়াশিংটন পোস্টও সরকারের কঠিন সমালোচনা করেছে। বাইডেন তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলে খাসোগি হত্যার জন্য মূল্য পরিশোধ করতে হবে সৌদি আরবকে। তবে ওয়াশিংটন পোস্টের প্রকাশক ফ্রেড রায়ান লেখেন, বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র একটি হত্যাকান্ডকে দায়মুক্তি দিচ্ছে।

সর্বশেষ খবর