বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইয়েমেনকে বাঁচাতে যথেষ্ট অর্থ দেয়নি বিশ্ব

যুদ্ধের কারণে দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে থাকা আরব রাষ্ট্র ইয়েমেনের মানুষকে বাঁচাতে অন্য দেশগুলো যে সাহায্য দেওয়ার কথা বলেছিল তা পুরোপুরি দেয়নি। দিয়েছে মাত্র চাহিদার অর্ধেক। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, সাহায্যের পরিমাণ কমিয়ে দেওয়া মানে, ইয়েমেনের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। লক্ষ্য ছিল ৩৮৫ কোটি ডলার তোলার। মোট ১০০টি দেশের কাছ থেকে এই অর্থ জোগাড় করা হচ্ছিল। জাতিসংঘের মতে, মানবিক সমস্যা সমাধানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে মাত্র ১৭০ কোটি ডলার উঠেছে। গুতেরেস জানিয়েছেন, পরিস্থিতি খুবই হতাশাজনক। ২০১৯ সালে দেশগুলো ইয়েমেনকে সাহায্য করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখেনি। ফলে ইয়েমেনে মানুষের অবস্থা ভয়াবহ। সেখানে শৈশব নারকীয়। তাদের না খেয়ে থাকতে হচ্ছে। সব দেশকে আবার বিষয়টি ভেবে  দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর