বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে ২০টি র‌্যালিতে অংশ নেবেন মোদি

কলকাতা প্রতিনিধি

আসন্ন বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। দেশটির সরকারে থাকা দল বিজেপির মনোভাব এবার যেভাবেই হোক পশ্চিমবঙ্গ তাদের চাই। তাই নির্বাচনী প্রচারণায় ঝড় তুলতে চাইছে দলটি। আর সপ্তাহতিনেক বাকি নির্বাচনের। এই সময় গোটা বাংলায় অন্তত ২০টি সভা ও র‌্যালিতে অংশ নেবেন দলের শীর্ষ নেতা তথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভোট, মোট ৮টি দফায় হবে এই ভোট, শেষ দফা আগামী ২৯ এপ্রিল। গণনা ২ মে।

বিধানসভার নির্বাচন হচ্ছে পার্শ্ববর্তী আসাম রাজ্যেও। ২৭ মার্চ, ১ এপ্রিল ৬ এপ্রিল- এই মোট তিন দফায় হবে নির্বাচন। সেখানেও মোট ছয়টি র‌্যালিতে অংশ নেবেন মোদি। দলীয় সূত্রের খবর, এই র‌্যালিগুলো এমনভাবে ঠিক করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৩টি, আসামের ৩৩টি জেলায় গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন। মোদিকে দিয়ে প্রচারণার জন্য বাংলা ও আসামের স্থানীয় বিজেপি নেতাদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে এত সংখ্যক র‌্যালির ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর