শিরোনাম
শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

ইসরায়েলকে নিয়ে সন্দেহ ইরানের

মার্কিন ঘাঁটিতে হামলা

ইসরায়েলকে নিয়ে সন্দেহ ইরানের

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে রকেট হামলা রহস্যজনক; এতে ইহুদিবাদী ইসরায়েল জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে ইরান। গত বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে কাতারের আলজাজিরা টেলিভিশনের আরবি বিভাগকে  দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন। জানা গেছে, বুধবার দিনের প্রথম ভাগে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। এ সময় আইন আল-আসাদে অন্তত ১০টি রকেট আঘাত হানে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওয়াশিংটন সাধারণত এ ধরনের হামলার জন্য ইরান সমর্থিত বিভিন্ন প্রতিরোধকামী সংগঠনকে দায়ী করে থাকে। যদিও বিষয়টি ইরান অস্বীকার করেছে। তারা সন্দেহ করছে ইসরায়েলকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর