শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়

রুহানি

আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তিন ইউরোপীয় দেশকে বুঝতে হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জাতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রুহানি বলেন, আইএইএ এটা ভালো করেই জানে যে ইরান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আইএইএর প্রতিবেদনগুলোয় বারবারই ইরানের সহযোগিতার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো বন্ধুত্বের দাবি করে, কিন্তু তারা এখন আইএইএর নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাসের চেষ্টা করছে। ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক নষ্ট না করতে তিন ইউরোপীয় দেশ ও আইএইএর প্রতি আহ্‌বান জানান প্রেসিডেন্ট।

তিন ইউরোপীয় দেশের উদ্দেশে রুহানি বলেন, আইএইএর কাজ হচ্ছে কারিগরি বিষয় দেখাশোনা করা, সম্প্রতি আমরা আইএইএর সঙ্গে একটা সমঝোতায় পৌঁছেছি। এ সমঝোতা বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর