শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক তারকা, নন্দীগ্রামে প্রার্থী মমতা

দীপক দেবনাথ, কলকাতা

তৃণমূলের প্রার্থী তালিকায় একঝাঁক তারকা, নন্দীগ্রামে প্রার্থী মমতা

আর সপ্তাহতিনেক বাকি। তারপরই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছেন দলের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল আনুষ্ঠানিকভাবে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তিনি। তিনটি আসন তিনি ছেড়ে দিয়েছেন দার্জিলিংয়ের গুর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের জন্য। রাজ্য বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। রাজ্যে মমতার দলই প্রথম, যারা প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রত্যাশা অনুযায়ী নির্বাচনে ‘নন্দীগ্রাম’ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মমতা। কালীঘাটে এক সংবাদ সম্মেলন করে মমতা জানান, ‘দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং- পাহাড়ে অবস্থিত এই তিনটি কেন্দ্রে তৃণমূল তাদের প্রার্থী দিচ্ছে না। এই আসনগুলো আমাদের বন্ধুদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে।’ তবে মমতা ছাড়াও এবার তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের বিভিন্ন পেশার একঝাঁক তারকা, নতুন মুখ জায়গা পেয়েছে। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন টলিউড অভিনেতা-অভিনেত্রী-চিত্রপরিচালক, তেমনি রয়েছেন সাবেক ক্রিকেটার, রাজ্যটির সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তারাও। প্রার্থী করা হয়েছে চিত্রপরিচালক রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, লাভলী মৈত্র, সংগীতশিল্পী অদিতি মুন্সি, সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, সাবেক আইপিএস (পুলিশ) কর্মকর্তা হুমায়ুন কবীর। চন্দনগরে মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন এবারও প্রার্থী হচ্ছেন। বারাসাত কেন্দ্রে এবারও প্রার্থী হয়েছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তবে এবারের মনোনয়নে চমক হলো কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সহধর্মিণী রত্না চট্টোপাধ্যায় এবং বিজেপির সংসদ সদস্য সৌমিত্র খাঁর সহধর্মিণী সুজাতা খাঁ। এবারের প্রার্থী তালিকায় যেমন একাধিক নতুন মুখ আছে, তেমনি বয়স বেশি হওয়ার কারণে অনেক জেতা বিধায়ককেও বাদ পড়তে হয়েছে। অন্যদিকে গতকাল বিকালেই ‘বামফ্রন্ট-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের বাম প্রার্থীদের নাম ঘোষণা দেওয়া হয়। কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে ওই জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন বামফ্রন্টের রাজ্য চেয়ারম্যান বিমানু বসু।

সর্বশেষ খবর