শিরোনাম
শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

পদত্যাগের ইঙ্গিত ইমরানের!

পদত্যাগের ইঙ্গিত ইমরানের!

ক্রমশ কোণঠাসা। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে আবেগপ্রবণ হতে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। তিনি যে অর্থ রোজগারের জন্য রাজনীতিতে আসেননি, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বললেন, শনিবারের আস্থা ভোটে হেরে গেলে গদি ছেড়ে দেবেন তিনি। খোলাখুলি নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়ে ইমরান জানিয়ে দিলেন, বিরোধী আসনে বসতে কোনো আপত্তি নেই তাঁর। তবে অভিমানের পাশাপাশি ক্ষোভও উগড়ে দিতে দেখা গেল তাঁকে। বিরোধীদের পাশাপাশি দেশের নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন ইমরান। তাঁর অভিযোগ, টাকার সাহায্যে ভোট কেনাবেচা হচ্ছে সংসদে। প্রসঙ্গত, অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখকে হারিয়ে দিয়েছেন ইউসুফ রাজা গিলানি। আবদুল শেখ যেখানে ১৬৪টি ভোট পেয়েছেন, সেখানে ১৬৯টি ভোট পেয়েছেন গিলানি। আজ সেখানে আস্থা ভোট। সেখানে হেরে গেলে গদি ছাড়তে হবে ইমরানকে।

তার আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আক্রমণাত্মক ও আবেগপ্রবণ মেজাজে দেখা গেল ‘অল রাউন্ডার’ ইমরান খানকে।

সর্বশেষ খবর