শিরোনাম
রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে ক্ষোভ, অসন্তোষ প্রার্থী ঘোষণার পর

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে শুক্রবার (মোট ২৯৪টি আসন) ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, চিত্রপরিচালক, ক্রীড়াবিদ, চিকিৎসক- তৃণমূলের প্রার্থী তালিকা ছিল চমকে ভরা। একুশের নির্বাচনে প্রার্থী তালিকায় একাধিক নতুন মুখ আনেন দলনেত্রী মমতা ব্যানার্জি। যদিও এ তালিকায় জায়গা হয়নি একাধিক বিধায়ক, নেতা, নেত্রীর। আর প্রার্থী তালিকায় নাম না থাকায় বিক্ষোভ, অসন্তোষ প্রকাশ করেন সেই নেতা-নেত্রীরা।

মমতার প্রতিপক্ষ শুভেন্দু : মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। একজন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী, অন্যজন রাজ্যের সাবেক মন্ত্রী, মমতারই এক সময়ের ছায়াসঙ্গী তথা বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের ‘নন্দীগ্রাম’ বিধানসভা কেন্দ্রে এই দুই নেতা-নেত্রীর লড়াই হাইভোল্টেজ লড়াই দেখতে মুখিয়ে আছে গোটা রাজ্য তথা দেশবাসী।

সর্বশেষ খবর