রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
বিচার বিভাগীয় তদন্ত দাবি

পাকিস্তানে সাংবাদিক সাইফের ওপর পিটিআই নেতাদের অত্যাচার

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানি সাংবাদিক সাইফুল্লাহ জান-এর ওপর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা অকথ্য অত্যাচার চালিয়েছেন। দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সাইফুল্লাহ জান পাকিস্তানের চরসাদ্দা শহরের প্রেস ক্লাব গভর্নিং বডির সদস্য। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কয়েকদিন পিটিআই আবদুল্লাহ ও তার ভাই ফাহিম, জাকাত কমিটির চেয়ারম্যান ইফতেখার এবং সশস্ত্র আরও কয়েকজন তাঁকে জোর করে চরসাদ্দা পিটিআই অফিসে নিয়ে যায়। দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, সেখানে সাইফকে নগ্ন করে বেধড়ক পেটানো হয়। পিটিআই নেতারা নগ্ন সাইফের ভিডিও ধারণ করেন। জনসাধারণ ছেড়ে দেওয়ার চাপ দিতে থাকলে সাইফকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সাইফ বলেন, তাঁর ওপর যে জুলুম হয়েছে এবং মামলা করতে গেলে পুলিশ যে আচরণ করেছে পুরো ব্যাপারটির বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। কেননা জেলা পুলিশ অফিসার মুহাম্মদ শোয়েব আইন অনুযায়ী মামলা নিবন্ধনের নির্দেশ দিলেও পুলিশ ‘ঝুলিয়ে রাখার কৌশল নেয় এবং এফআইআরে আইনের প্রাসঙ্গিক ধারা উল্লেখ করেনি।’ ‘পিটিয়ে আমার ঠ্যাং ভেঙে দেয় ওরা’ বলেন সাইফ, কিন্তু পুলিশ এফআইআরে লিখল ‘পিটুনিতে বাদী সামান্য জখম হয়েছেন’। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছিল পাঁচ ব্যক্তির নামে। এদের মধ্যে প্রধান অভিযুক্ত ইফতেখার। কিন্তু আসামির তালিকা থেকে ইফতেখারের নাম বাদ দিয়েছে পুলিশ। সাইফুল্লাহ বলেন, স্থানীয় আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছে। আসামিদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগপত্র তৈরি করেনি পুলিশ। এর প্রতিকার বিধানের জন্য সাইফুল্লাহ পেশোয়ার হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ খবর