রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা
মেগানের জয়ের খবর

মেইলকে ছাপাতে হবে প্রথম পাতায়

ব্রিটিশ পত্রিকা দ্য মেইল-এর বিরুদ্ধে ‘প্রাইভেসি’ মামলায় জিতেছেন মেগান মার্কল। লন্ডন হাই কোর্টের একজন বিচারপতি পত্রিকাটিকে মেগানের ওই জয়ের খবর আজ রবিবার তাদের প্রথম পাতায় ছাপানোর আদেশ দিয়েছেন। ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কলের তার বাবাকে লেখা পাঁচ পাতার একটি চিঠির কিছু অংশ দ্য মেইল ছাপিয়ে দিয়েছিল। যার বিরুদ্ধে ‘প্রাইভেসি’ সুরক্ষার আইনে মামলা করেন মেগান। গত মাসে বিচারপতি মার্ক ওয়ারবি ওই মামলার রায়ে বলেন, বাবাকে লেখা মেগানের চিঠি ছাপিয়ে পত্রিকাটি স্পষ্টতই রাজপরিবারের গোপনীয়তা এবং মেগানের কপিরাইটের অধিকার লঙ্ঘন করেছে। ২০১৮ সালে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগানের। বিয়েতে মেগানের বাবা উপস্থিত ছিলেন না। ওই সময় মেগান তার বাবা টমাস মার্কলকে ওই চিঠি লেখেন। শুক্রবার বিচারপতি ওয়ারবি মেইল পত্রিকাকে আদেশ দিয়ে বলেন, পত্রিকাটিকে অবশ্যই রবিবার তাদের প্রথম পাতায় এ-সংক্রান্ত একটি নোটিস প্রকাশ করতে হবে।

সর্বশেষ খবর