শিরোনাম
সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

ক্ষুধার্তদের জন্য রাস্তায় রাস্তায় খাবারের ফ্রিজ!

ক্ষুধার্তদের জন্য রাস্তায় রাস্তায় খাবারের ফ্রিজ!

করোনার কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষের দিন কাটছে অনাহারে। তাই দেশটির নাগরিকরা অভিনব এক উদ্যোগ নিয়েছেন। তারা রাস্তায় রাস্তায় বসিয়েছেন ফ্রিজ, আর সেসব ফ্রিজে রয়েছে খাবার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব শহরের মানুষ অনাহারে, সংকট মোকাবিলায় সেখানকার স্থানীয় বাসিন্দারা রাস্তায় বসিয়েছেন নানা রঙের ফ্রিজ। সেই ফ্রিজে রয়েছে খাবার। দেশটির নিউইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস, শিকাগো এবং মায়ামিতে এমন অভিনব উদ্যোগ বেশি চোখে পড়েছে। এক গবেষণায় দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে অনাহারে দিন কাটানো মানুষের সংখ্যা ৫ কোটির বেশি। সেই সংখ্যাটা ২০১৯ সালে ছিল প্রায় সাড়ে ৩ কোটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সদ্য নির্বাচিত বাইডেন প্রশাসন বলেছে, খাবারের সংকট মোকাবেলায় সরকার পদক্ষেপ নিচ্ছে। তবে তা কার্যকরে সময় লাগতে পারে। উদ্যোগ গ্রহণকারীরা জানিয়েছেন, করোনাকালে দেশটির প্রতি ৬ জনের একজন অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের জন্যই এমন উদ্যোগ। স্থানীয় বাসিন্দারা এর মাধ্যমে অসহায় প্রতিবেশীদের সাহায্য করতে পারছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, মহামারী শেষ হয়ে গেলেও ফ্রিজগুলোর প্রয়োজনীয়তা কমবে না। উদ্যোক্তারা আরও জানিয়েছেন, শহরের প্রধান সড়কগুলোর পাশেই ফ্রিজগুলো স্থাপন করা হয়েছে। যাতে স্থানীয়রা সেসব ফ্রিজে খাবারসহ প্রয়োজনীয় পণ্য রাখতে পারেন। অভুক্তরা যেন সহজে খাবার সংগ্রহ করতে পারেন।

সর্বশেষ খবর