সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

চীনকে রুখতে বৈঠকে বসছে কিউইউএডি

দিন দিন বাড়ছে চীনের আগ্রাসন। গোটা বিশ্বের সমুদ্র নেওয়ার খায়েশও দেখাচ্ছে দেশটি। ফলে লালফৌজের আগ্রাসী গতিবিধির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ তৈরি করতে চলতি মাসেই বৈঠকে বসতে চলেছে ‘চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ’ বা কিউইউএডি-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সম্প্রতি প্রতিবেশী দেশগুলো সম্পর্কে চীনের আগ্রাসী মনোভাব এবং তার নিরীখে আমেরিকার নীতি নির্ধারণের জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির প্রধান পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তা কলিন কাহাল। শুক্রবার সিনেটে প্রতিরক্ষা বিষয়ক কমিটির কাছে এই বিষয়ে এক রিপোর্ট পেশ করেছেন কাহাল। তিনি জানিয়েছেন, চীনের আগ্রাসী কার্যকলাপে ভারত-চীন সীমান্তে উত্তেজনা বেড়েছে। চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা ভারতসহ অন্যান্য দেশের পাশে দাঁড়াবে বলেও বার্তা দেওয়া হয়েছে। কাহাল বলেছেন, ‘আমরা এশিয়ার সহযোগী দেশগুলোরই পাশে আছি।’ তিনি আরও বলেন, ‘প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এদিকে, চলতি মাসেই বৈঠকে বসতে চলেছে কিউইউএডি-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকা মিলে তৈরি হয়েছে এই গোষ্ঠী। এই বৈঠকে আলোচনার মূল বিষয় দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন বলেই খবর।

সর্বশেষ খবর