সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় মমতা

কলকাতা প্রতিনিধি

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় মমতা

‘পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস’এর দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গতকাল বিকালে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক পর্যন্ত মিছিল করেন মমতা। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডারও বহন করেন মমতা। মমতার সঙ্গেই এই প্রতিবাদী মিছিলে হাঁটেন তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোস দস্তিদার, মিমি চক্রবর্তী, নুসরত জাহানসহ দলের কর্মী-সমর্থক ও অসংখ্য সাধারণ মানুষ। তবে এ দিনের মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে গ্যাস ও পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন মমতা। তিনি বলেন রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী বাংলাতে আসতেই পারেন কিন্তু তার আগে তাকে জবাব দিতে হবে গ্যাসের দাম ৯০০ রুপি কেন হয়েছে? কেন পেট্রলের দাম বাড়ছে। বাংলার সরকার বিনা পয়সায় চাউল দেয়, আর ফোটাতে গেলে ৯০০ রুপি। নরেন্দ্র মোদি আপনার দাম কত রুপি। এই বাংলায় পরিবর্তন হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেসই থাকবে। মমতার অভিযোগ ‘দেশের সব থেকে বড় তোলাবাজ হলেন নরেন্দ্র মোদি।

সর্বশেষ খবর