সোমবার, ৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গাদের রাখা হলো কাশ্মীরের কাঠুয়া ‘হোল্ডিং সেন্টার’এ

কলকাতা প্রতিনিধি

মিয়ানমার থেকে অবৈধভাবে ভারতের জম্মুতে বসবাস করা প্রায় ১৫৫ জন রোহিঙ্গা নাগরিককে ‘হোল্ডিং সেন্টার’এ পাঠিয়েছে জম্মু-কাশ্মীর রাজ্য প্রশাসন। ভারতের পাসপোর্ট আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী এই রোহিঙ্গাদের কারও কাছেই বৈধ পাসপোর্ট বা নথি ছিল না বলে জানা গেছে। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর বিভিন্ন কলোনি থেকে কয়েক শত রোহিঙ্গা নাগরিককে শহরের মৌলানা আজাদ স্টেডিয়ামে নিয়ে আসে রাজ্যটির পুলিশ। এরপর সেখানে রোহিঙ্গাদের সব নথি খতিয়ে দেখা হয় এবং যাবতীয় তথ্য দিয়ে একটি ফর্মও পূরণ করা হয়। আবদুল হান্নান নামে এক মিয়ানমারের রোহিঙ্গা জানান ‘আমাদের কভিড-১৯ পরীক্ষা করার পর আমরা একটি ফর্ম পূরণ করি। আমাদের আঙুলের ছাপ নেওয়া হয়েছে।’ এরপর বিকালের দিকে যে সব রোহিঙ্গা নাগরিকরা তাদের সপক্ষে বৈধ নথি দেখাতে ব্যর্থ হয় এমন ১৫৫ জন রোহিঙ্গাকে ওই ‘হোল্ডিং সেন্টার’ বা ‘সাব জেল’এ প্রেরণ করা হয়। এই রোহিঙ্গা নাগরিকদের মধ্যে পুরুষ ছাড়াও শিশু ও নারীও রয়েছে। রোহিঙ্গারা মূলত মিয়ানমারের একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

সর্বশেষ খবর