বুধবার, ১০ মার্চ, ২০২১ ০০:০০ টা

নন্দীগ্রামে বহিরাগত নিয়ে জবাব দিলেন মমতা ব্যানার্জি

কলকাতা প্রতিনিধি

নন্দীগ্রামে বহিরাগত নিয়ে জবাব দিলেন মমতা ব্যানার্জি

আর সপ্তাহ দুয়েক পরই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র ‘নন্দীগ্রাম’ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করবেন দলটির প্রধান ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ হলদিয়াতে গিয়ে এই কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কথা মমতার। তার আগে গতকাল নন্দীগ্রামে পা দিয়েই বহিরাগত ইস্যুতে ফের সরব হলেন তিনি। তার অভিমত দিল্লি থেকে যারা রাজ্যে আসছেন তারা বহিরাগত হলেন না, আর আমি রাজ্যের মানুষ হয়ে বাইরের লোক হয়ে গেলাম! তবে তো আমার মুখ্যমন্ত্রী হওয়াটাও উচিত হয়নি!

গত সপ্তাহে কলকাতার ‘ভবানীপুর’ কেন্দ্র ছেড়ে কয়েকশ’ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের ‘নন্দীগ্রাম’ কেন্দ্রে মমতাকে প্রার্থী ঘোষণার পরই ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজ্যটির সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্র থেকে মমতাকে ৫০ হাজার ভোটে হারানোর প্রতিজ্ঞাও করেছেন শুভেন্দু। এমনকি নন্দীগ্রাম কেন্দ্রে মমতাকে ‘বহিরাগত’ দাবি করে তার নামে ফ্লেক্সও পড়েছিল। প্রার্থী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম কর্মীসভা থেকে সেই বহিরাগত ইস্যুতে সরব হন মমতা।

সর্বশেষ খবর