শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
এফএটিএফের ঘোষণা

পাকিস্তানকে জুনের আগেই ‘ধূসর’ তালিকার বাইরে আসতে হবে

প্রতিদিন ডেস্ক

সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত তাদের পূর্ণাঙ্গ অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছে যে, পাকিস্তানকে ধূসর তালিকামুক্ত করা হবে না। কারণ সন্ত্রাসে অর্থায়ন বন্ধে যে ২৭ দফা পদক্ষেপ নিতে বলা হয়েছিল গত ৩২ মাসে তার ২৪টি নিয়েছে পাকিস্তান। এফএটিএফ ঘোষণা করে, সব পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে ২০২১ সালের মে পর্যন্ত সময় দেওয়া হলো। অর্থাৎ ‘ধূসর’ তালিকামুক্ত হতে হবে ২০২১ সালের জুনের আগেই। পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয় ২০১৮ সালের জুনে। কোনো দেশ ধূসর তালিকাভুক্তি হলে আন্তর্জাতিক অর্থ তহবিল এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পায় না। বিনিয়োগ থেকেও বঞ্চিত হয় সেই দেশ। পাকিস্তান ‘ধূসর’ হয়েছে ২০১৮’র জুনে। এই তালিকা থেকে বেরিয়ে আসার জন্য দেশটিকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় এফএটিএফ। ধূসর হওয়ার ফলে পাকিস্তান এ পর্যন্ত ৩৮০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক লোকসান দিয়েছে। ধূসর তালিকামুক্তির জন্য পাকিস্তানকে অবশিষ্ট যে ৩টি পদক্ষেপ নিতে হবে, তার মধ্যে রয়েছে : (১) সন্ত্রাসী হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য যারা অর্থ জোগায় আইনের আওতায় আনা; (২) চিহ্নিত সন্ত্রাসীদের যারা মদদ দিচ্ছে, তদন্ত করে তাদের শনাক্ত করা এবং (৩) সন্ত্রাসে অর্থায়ন দমনে নেওয়া ব্যবস্থাগুলো ফলপ্রদ হয়েছে- এই প্রমাণ দেওয়া।

পাকিস্তানি পত্রিকা ‘ডন’ বলছে, এই তিনটি কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর আইন। এ বিষয়ে ইসলামাবাদ কী কী ব্যবস্থা নেবে তার বিবরণ এক মাসের মধ্যে এফএটিএফের কাছে পেশ করতে হবে।

সর্বশেষ খবর