শিরোনাম
রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

বিজেপি-কংগ্রেসের পক্ষে প্রচারণায় তারকারা

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভার নির্বাচনে অল আউট ঝাঁপাতে চাইছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। তাই তার আগে প্রচারণায় ঝড় তুলতে একাধিক তারকা আসছেন বাংলায়। ইতিমধ্যেই বাংলায় নির্বাচনী প্রচারণার জন্য দলের তরফে ৪০ জন স্টার ক্যাম্পেনারকে বেছে নেওয়া হয়েছে। এবার মোট আট দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভার আসনের জন্য ভোট গ্রহণ হবে। প্রথম দফার ভোট আগামী ২৭ মার্চ। শেষ দফার ভোট ২৯ এপ্রিল। গণনা আগামী ২ মে। বাংলায় প্রথম দফার প্রচারণার জন্য মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা ছাড়াও তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়কমন্ত্রী নীতিন গড়করি, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী, যশ দাশগুপ্ত, অভিনেত্রী পায়েল সরকার প্রমুখ। পিছিয়ে নেই জাতীয় কংগ্রেসও। আসন্ন বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করেছে সোনিয়া গান্ধীর দল কংগ্রেসও। সোনিয়া ছাড়াও দেশের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রীরাসহ অন্তত ৩০ জন প্রথমসারির কংগ্রেস নেতা এবার বাংলায় প্রচারণায় আসছেন।

সর্বশেষ খবর