রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

তুরস্ককে রুখতে চার দেশের মহড়া

তুরস্ককে রুখতে একজোট হয়েছে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্স। এরই মধ্যে দেশগুলো ভূমধ্যসাগরে যৌথ মহড়া চালিয়েছে, যা নিয়ে ওই অঞ্চলজুড়ে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিসেপ তাইয়েপ এরদোগানের দেশকে কাবু করতে একজোট হয় ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্স। বিশাল এক নৌ-মহড়ার মাধ্যমে তারই জানান দিয়েছে দেশগুলো। মূলত ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ যৌথ মহড়া। যার নেতৃত্বে আছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে মহড়া দেওয়া হয়েছে, যা আগামীতেও চলবে। অঞ্চলটির মধ্যে উত্তেজনা সৃষ্টির পর মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, আঙ্কারার উসকানির কারণেই সংকটের সৃষ্টি হয়েছে। আর আঙ্কারা জানিয়েছে, গ্রিস ফেতুল্লাহ গুলেনের আদর্শ ও তার সন্ত্রাসবাদ ছড়াতে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যৌথ মহড়া সম্পর্কে তুরস্ক জানিয়েছে, জঙ্গিবাদ ছড়াতেই আঙ্কারাকে ঘায়েল করতে উঠে-পড়ে লেগেছে ইহুদিবাদী ও তাদের সমর্থকরা। মহড়ায় যুদ্ধকালীন সাবমেরিন মোকাবিলা, সমুদ্রে অন্বেষণ ও উদ্ধার কার্যক্রম দেখা গেছে। মহড়াটিতে অংশ নেয় দেশগুলোর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার। এ ছাড়া দেশগুলোর সাবমেরিনও দেখা যায় মহড়ায়। জানা গেছে, গত বছরের শেষ দিকে চার দেশ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর