শিরোনাম
সোমবার, ১৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

তরুণী হত্যার ঘটনায় লন্ডনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

তরুণী হত্যার ঘটনায় লন্ডনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

লন্ডনে পুলিশ সদস্যের হাতে তরুণী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ন্যায়বিচার দাবিতে রাস্তায় নেমেছে ব্রিটিশ নাগরিকরা। এ দিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ মার্চ নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ ইভারার্ড। তাকে সর্বশেষ দক্ষিণ লন্ডনের ক্লেপহাম কমনে দেখা গিয়েছিল। নিখোঁজের এক সপ্তাহ পর গত ১০ মার্চ পুলিশ তল্লাশি চালিয়ে উডল্যান্ড থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে। এরই মধ্যে লন্ডনের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। এ হত্যাকান্ডকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে লন্ডনের রাস্তায় রাতে নারীদের একা চলাচলের নিরাপত্তা দিতে পুলিশের ব্যর্থতা নিয়ে। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই নিহত সারাহকে শ্রদ্ধা জানাতে ক্লেপফাম কমনের ব্যাসস্ট্যান্ডে ফুল ও মোমবাতি নিয়ে হাজির হন কয়েক হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লেপহাম কমনে গণজমায়েত বাড়তে থাকলে পুলিশ সেখান থেকে নারীদের সরিয়ে দিতে শুরু করে। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শহর মেয়র সাদিক খান বলেছেন, পুলিশের প্রতিক্রিয়া যথাযথ ও সময় উপযোগী ছিল না। এ ব্যাপারে পুলিশের জরুরি ব্যাখ্যা চাইবেন।

 

সর্বশেষ খবর