মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

আরও কঠোর জান্তা, মার্শাল ল জারি

আরও কঠোর জান্তা, মার্শাল ল জারি

ঠিক দেড় মাস আগে নিয়ন্ত্রিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তা। এরপর থেকেই সেখানে গণতন্ত্রের দাবিতে রাজপথে নেমেছে বার্মিজ জনগণ। বিক্ষোভকারীরা দেশটির নেত্রী অং সান সু চিসহ সব নেতা-কর্মীর মুক্তি দাবি করছে। লাঠি, গ্যাস, গুলি দিয়েও বিক্ষোভকারীদের থামানো যাচ্ছে না। এর মধ্যে জান্তা সরকার বাহিনীর গুলিতে ১২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে রবিবার জান্তাবিরোধী বিক্ষোভে কমপক্ষে ৩৯ জন নিহত হন। পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এ তথ্য জানিয়েছে। অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এদিকে জান্তা সরকার আরও বেশি ক্ষমতায়ন ও ভয় দেখাতে সামরিক আইন জারি করেছে কয়েকটি জেলায়। এর মধ্যে রয়েছে, ইয়াঙ্গুনের হ্লাইংথায়া ও সুয়েপিয়েথা এলাকা। এই দুই জেলায় বিক্ষোভ দেখাতে গিয়ে ১৪ জন মারা গেছেন। তার পরেও বিক্ষোভ থামেনি। স্থানীয় মানুষ জানিয়েছেন, রাস্তা থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। ‘মার্শাল ল’তে রাজপথে বিক্ষোভের চেষ্টা করলেই আইনশৃঙ্খলা বাহিনীকে গুলির অনুমতি দেওয়া হয়েছে।

চীনের অনুরোধ : মিয়ানমারের সেনা শাসকদের কাছে চীনের অনুরোধ, তারা যেন চীনের অর্থ সাহায্যে গড়ে ওঠা পোশাকের কারখানাগুলোকে রক্ষা করে। চীনের নাগরিকদের রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়। এদিকে চীনা মালিকানার একটি পোশাক কারখানায় দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিয়েছে।

সর্বশেষ খবর