শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

সু চির রাজনীতি নিষিদ্ধের পরিকল্পনায় জান্তা

সু চির রাজনীতি নিষিদ্ধের পরিকল্পনায় জান্তা

জেনারেল মিন অং হ্লাইং

মিয়ানমারের সামরিক জান্তা ক্রমশ কুক্ষিগত করছে দেশটির সবকিছু। ক্ষমতা আরও শক্তিশালী করতে যা যা দরকার তার সবটাই করছে। দেশটির নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তিনি একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ ডলার ঘুষ নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এটি করা হয়েছে মূলত সু চিকে রাজনীতিতে নিষিদ্ধ করতে। কারণ ওই অভিযোগ প্রমাণ করা গেলে রাজনীতিতে নিষিদ্ধ হবেন। এদিকে মিয়ানমারে ইন্টারনেট পরিষেবা ক্রমাগতভাবে সীমিত হতে থাকায় এবং শেষ বেসরকারি সংবাদপত্রটির প্রকাশনাও বন্ধ হয়ে যাওয়ায় দেশটি ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে। অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীরা সংগঠিত হতে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে আসছিল, কর্তৃপক্ষ এই পরিষেবার ওপর বিধিনিষেধ আরোপ করেছে; গতকাল থেকে সবার জন্য উন্মুক্ত স্থানগুলোর অধিকাংশ ওয়াই-ফাই অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর দাউইসহ কিছু শহরে কোনো ইন্টারনেট নেই বলে স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক বেসরকারি বার্তা সংস্থা তাচিলেক ক্যাবল কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের কয়েকটি ছবি প্রকাশ করে জানিয়েছে, তারা প্রতিবেশী থাইল্যান্ড থেকে আসা ফাইবার লিঙ্ক বিচ্ছিন্ন করছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩৭ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ১৯ জন এখনো আটক রয়েছেন। কর্তৃপক্ষ কিছু সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করার নির্দেশ দিলেও অন্যগুলো রসদের অভাবেই বন্ধ হয়ে যাচ্ছে বলে ধারণা পাওয়া গেছে। বুধবার শেষ বেসরকারি সংবাদপত্রটিও প্রকাশনা বন্ধ করেছে। একদিকে করোনা মহামারী, সামরিক জান্তার বন্দুকের ভয়। অন্যদিকে প্রতিবাদ বিক্ষোভে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। এতে সবচেয়ে ভয়াবহ অবস্থায় পড়েছে দরিদ্র পরিবারগুলো।

ব্রিটেনের কাছ থেকে দেশকে স্বাধীন করার আন্দোলনের নেতা অং সানের মেয়ে অং সান সু চি (৭৫)। তিনি দেশের ভিতর ব্যাপক জনপ্রিয়। ১৯৮৮ সাল থেকে তিনি সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন। কমপক্ষে ১৫ বছর বন্দী জীবন কাটিয়েছেন। তারপর আলোর মুখ দেখলেও আবার তাকে ১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত করেছে সামরিক জান্তা।

সর্বশেষ খবর