শনিবার, ২০ মার্চ, ২০২১ ০০:০০ টা

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা উত্তর কোরিয়ার

মালয়েশিয়ার  সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মালয়েশিয়ায় আটক উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে- আদালতের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দিয়েছে পিয়ং ইয়ং। আটক উত্তর কোরীয় মুন চোল মিয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মুদ্রা পাচারের অভিযোগ আনার পর ওয়াশিংটনের অনুরোধেই মালয়েশিয়া ২০১৯ সালে তাকে গ্রেফতার করেছিল। মুন পরে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন; পুরো বিষয়টিই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেন তিনি। চলতি মাসের শুরুতে মালয়েশিয়ার শীর্ষ আদালত মুনের আবেদন খারিজ করে দিয়ে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে বলে রায় দেয়। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মালয়েশীয় কর্তৃপক্ষ ‘ঘৃণ্য কাজ ও ক্ষমার অযোগ্য ভয়াবহ অপরাধ’ করেছে। ওয়াশিংটনকেও ‘এ জন্য মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করেছে তারা।

সর্বশেষ খবর