রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

মোদি বললেন, বাংলার উন্নয়ন ৫৫ বছর স্তব্ধ

বিজেপি অর্থ দিলে নেবেন ভোট দেবেন না : মমতা

কলকাতা প্রতিনিধি

মোদি বললেন, বাংলার উন্নয়ন ৫৫ বছর স্তব্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে আক্রমণ করে বলেছেন, ‘গত শুক্রবার হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম পরিষেবা ৫০-৫৫ মিনিট বন্ধ ছিল, কিন্তু বাংলার উন্নয়ন ৫০-৫৫ বছর ধরে স্তব্ধ রয়েছে।’ তিনি গতকাল পশ্চিমবঙ্গের খড়গপুরের নির্বাচনী সমাবেশ থেকে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘কংগ্রেস, তৃণমূল এবং বামেদের রাজ্যের মানুষ সুযোগ দিয়েছে। বিজেপিকেও যদি একটা সুযোগ দেওয়া হয় তবে আমরাই বাংলায় আসল পরিবর্তন ঘটাবো।’ উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ বাড়ছে। একে অপরকে টার্গেট করে চলছে তোপ পাল্টা তোপ দাগা। সভায় উপস্থিত মানুষদের উদ্দেশ করে মোদি বলেন, ‘কংগ্রেস এবং বামেদের ধ্বংসলীলা আপনারা দেখেছেন। আর তৃণমূল আপনাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। গত ৭০ বছরে আপনারা প্রতিটি দলকে সুযোগ দিয়েছেন। এবার আমাদের ৫ বছর সময় দিন। আমরা বাংলাকে ৭০ বছরের ধ্বংসলীলা থেকে বাংলাকে বাঁচাব। আমরা আপনাদের জন্য জীবন বলিদান করব।’ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে বলেন, ‘যুবকদের নিয়ে দিদির কোনো চিন্তা নেই। ওরা বলে খেলা হবে। কিন্তু আসল সত্যটা হলো খেলা শেষ, এবার উন্নয়ন শুরু হবে। দিদি, বাংলার মানুষ আপনাকে ১০ বছর সময় দিয়েছিল কাজ করার জন্য। কিন্তু আপনি বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তোলাবাজি, সহিংসতায় ভরে গেছে বাংলা।’

এদিকে পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে জিততে ভোট কেনার জন্য বিজেপি বিপুল অর্থ ঢালতে পারে। কাউকে সেই অর্থ দিলে তা নিজের মনে করে নিতে পরামর্শ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল  পূর্ব মেদিনীপুরের হলদিয়া জনসভায় এ কথা বলেছেন তিনি। মমতা বলেন, ওরা (বিজেপি) ভোটের আগে অর্থ দেবে। ভোট কিনতে চাইবে। মনে রাখবেন, সেই অর্থ আপনার। আপনারই দেওয়া ট্যাক্সের অর্থ। তিনি বলেন, এমনিতে অর্থের বিনিময়ে ভোট দেওয়া অপরাধ। তবে ওরা যে অর্থ দেবে, সেটা তো আপনাদেরই। তাই সেটা নিয়ে নেবেন, তারপর ভোট দেবেন তৃণমূলকে। বিরোধী শিবিরের সমালোচনা করে তৃণমূল সুপ্রিমো বলেন, মনে রাখবেন, রাজ্যে শান্তি বজায় রাখতে হলে বিজেপিকে একটা ভোটও দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে কোনো বহিরাগত থাকবে না। ওরা মানুষকে চমকায়, ধমকায়, জমি লুট করে। ওরা মিথ্যা কথা বলে। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বলেন, মোদিকে বলুন, ১৫ লাখ [রুপি] কোথায় গেল? এক লাখও তো দেয়নি। শুধু মিথ্যা কথা বলে, কুৎসা করে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার তৃণমূলকে তোলাবাজ দল আখ্যা দিয়ে সমালোচনা করেছে। এদিন পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেরা লাখ লাখ কোটি কোটি রুপি তুলে এখন আমাদের তোলাবাজ বলছে! বিজেপি সবচেয়ে বড় তোলাবাজ দল।

সর্বশেষ খবর