সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত আছি : রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত আছি : রাশিয়া

স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে কেবল ডোনাল্ড ট্রাম্পের আমলেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থিতিশীল ছিল। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই সম্পর্কে চরম তিক্ততা শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে খুনি বলে আখ্যায়িত করেছেন। এতে যথেষ্টই চটেছেন পুতিন।

এ অবস্থায় রাশিয়া বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশী তবে একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্যও মস্কোর পূর্ণ   প্রস্তুতি থাকে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাঁর মার্কিন সমকক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন। জো বাইডেন যখনই উপযুক্ত মনে করবেন তখনই এ আলোচনা হতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার জো বাইডেনকে আগামী শুক্রবার বা সোমবার টেলিভিশনে লাইভ আলোচনায় বসার প্রস্তাব দেন। এর জবাবে গত রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, খুব শিগগিরই পুতিনের সঙ্গে তাঁর আলোচনার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা করছেন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্য আলোচনার যে প্রস্তাব দিয়েছেন ওয়াশিংটনের পক্ষ থেকে তার জবাব না দেওয়াকে ক্রেমলিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নেবে। পেসকভ আরও বলেন, পুতিন যে প্রস্তাব দিয়েছেন সেটির অর্থ টেলিভিশন বিতর্ক নয়। রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে কোনো টেলিভিশন বিতর্ক হতে পারে না। পুতিন বরং বিশ্ব সমাজের চোখের সামনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান।

সর্বশেষ খবর