সোমবার, ২২ মার্চ, ২০২১ ০০:০০ টা

ব্যাংককের রাজপ্রাসাদের কাছে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ

ব্যাংককের রাজপ্রাসাদের কাছে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ

থাইল্যান্ডে রাজপ্রাসাদের কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হয়েছে। শনিবার রাতে সরকারবিরোধী সমাবেশে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশকে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে ও মারতে দেখা গেছে, সে সময় অনেকেই ভয়ে নিজেদের মোটরসাইকেল ছেড়েও পালিয়ে যায়। সংঘর্ষে পুলিশের ১৩ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছে বলে রবিবার জানিয়েছে এরাবন মেডিকেল সেন্টার।

পুলিশ বলেছে, তারা শনিবার রাতে আন্তর্জাতিক নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপই নিয়েছিল। জনসমাগমের আইন লংঘন ও রাজতন্ত্রকে অপমানের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। ব্যাংকক পুলিশের উপপ্রধান পিয়া তাবিচাই সাংবাদিকদের জানান, ‘বিক্ষোভকারীদের দিক থেকেই সহিংসতার সূত্রপাত হয়েছিল। পুলিশ আইনের পক্ষে ও জাতীয় সম্পদের সুরক্ষায় ছিল।’ তবে পুলিশের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা। সমাবেশে অংশ নেওয়া ২৭ বছর বয়সী রুকচানক শ্রিনক অভিযোগ করেন, ‘বিক্ষোভকারীরা কিছু করার আগেই কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে পুলিশই সহিংসতার সূচনা করেছিল।’

সর্বশেষ খবর