বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
উইঘুরদের ওপরে নির্যাতন

চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, পাল্টা জবাব বেইজিংয়ের

চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের ওপর অকথ্য অত্যাচারের বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। উইঘুরদের ওপর চীনের রাষ্ট্রশক্তির নিপীড়নের অভিযোগে বারবার সামনে এসেছে মানবাধিকার লঙ্ঘনের দিকটি। এবার সেই অভিযোগে বেইজিংয়ের ওপর কয়েকটি নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা, ব্রিটেন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা নিষেধাজ্ঞার পথে হেঁটেছে শি জিন পিং প্রশাসনও। নতুন এ নিষেধাজ্ঞায় চীনের চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা এবং তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। তাদের মধ্যে জিনজিয়াংয়ের পুলিশ প্রধানও রয়েছেন। এর পরপরই চীন ইউরোপীয় ইউনিয়নের ১০ ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মানবাধিকার কর্মীরা বলছেন, ২০১৭ সাল থেকে জিনজিয়াংয়ে প্রায় ১০ লাখ উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের লোকজনকে ক্যাম্পে আটক রেখে নির্যাতন চালাচ্ছে চীন সরকার। প্রদেশটিতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং গণহত্যার মতো অপরাধ সেখানে সংঘটিত হচ্ছে।

সর্বশেষ খবর